কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ? [ফান পোস্ট]

Saturday, May 14, 2011 0 comments
কে না চায় তার ব্লগ পোস্টে অনেক অনেক কমেন্ট আসুক? অনেকে পড়ুক?

আপনার ব্লগে বা পোস্টে কি মাছি ভনভন করে?
কোন কমেন্ট আসে না ? ? ?



জানতে চান টপ ব্লগারদের সাফল্যের রহস্য?

কি ভাবে একজন সফল ব্লগারে পরিণত হবেন?
কি ভাবে কমেন্টের বন্যায় ভাসবেন?
কি ভাবে জনপ্রিয় কমেন্টারে পরিনত হবেন?
জেনে নিন একেবারে ফ্রিইইইইইই !!!

আসুন ! দেখুন! শিখুন ! :P

বেশি কমেন্ট পেতে হলে প্রথমেই বলে রাখছি কিছু steps মেনে চলতে হবেঃ

  • সবসময় জটিল টেকি পোস্ট করার চেষ্টা করতে হবে।
  • ইচ্ছে করে কঠিন করে লেখতে হবে যেন "ভাইয়া বুঝতে পারি না...এটা ক্যান করব...কিবায় করব" মার্কা কমেন্ট আসে।
  • অসাধারন কিছু লেখার অভ্যাস ছাড়তে হবে। বেশি অসাধারন লিখে সব বুঝায় দিলে হবে না, ইচ্ছে করে দুই একটা ট্রিক্স কম লেখতে হবে যেন "ভাইয়া এইটা তো করলাম, তার পরেও হচ্ছে না ঐটা করব নাকি" টাইপ কমেন্ট আসবেই।
  • দুর্বোধ্য বা সময় নেয় বুঝতে এমন কিছু নিয়ে পোস্ট করা যাবে না। কেননা ধরেন আপনি পোস্ট করলেন "এক্ষুনি শিখিয়া নেন কি করিয়া জাভাতে অমুক প্রোগ্রাম তৈয়ারি করিতে হয়", একদম নিশ্চিত থাকুন ৯০% পাঠক এইটা খুলেও দেখবে না।
  • বরং এই টিউন করুন- "এক্ষুনি নিয়া নেন ক্র্যাক, কি জেন, সিরিয়াল সহ ৫০০ বছরের মেয়াদ সম্বলিত ৩০০ ডলারের এডবি ফটোশপ লেটেস্ট ভার্সন ফ্রিইইইইই", দেখবেন মানুষ হুমড়ে পড়েছে।
  • আরো ধরুন টিউন করলেন, "ইন্টারনেট স্পিড বাড়াইয়া লন ২০০%"। দেখবেন আপনার কমেন্টার খুঁজতে হবে না, পাঠকই আপনাকে খুঁজছে। টিউন কাজ করুক না করুক, একবার অন্তত পড়বে আর পড়ে কাজ না হলে একটা কমেন্ট অন্তত করবে, "ফালতু টিউন" বা "কাম করেনা" !
  • ডাউনলোড নিয়ে করা টিউন সবাই পড়ে। প্রায় ৯৯ ভাগ।
  • মুভি নিয়ে টিউন করলে ডাউনলোড করার সামর্থ্য না থাকলেও পড়ে দেখবে।
  • থিম, ওয়ালপেপার নিয়ে টিউন না পড়লে অনেকের এলার্জি হয়।
  • হ্যাকিং নিয়ে টিউন পোস্ট দেখলে কেউ পারুন না পারুক একবার অন্তত পোস্টে ঢুকবে আর কমেন্ট করে যাবে।
  • সবসময় কমেন্টের জবাব দিবেন। প্রত্যেককে একরকম উত্তর কপি-পেস্ট করবেন না, এতে পাঠক মাইন্ড করে।
  • Facebook নিয়ে টিউন যা-ই করেন সবাই পড়বে। একদম ৯৯.৯৯% ভাইয়ারা পড়বে। আপুরা দরকার হলে কমেন্ট দিবে না, তবু চুপচাপ পড়ে ফায়দা ঠিকই নিবে।
  • আমরা পাঠকরা সবচাইতে মজা পাই যদি দেখি Mediafire লিঙ্কু সংযুক্ত লেখাটার দেখা পাই। ধন্যবাদ তখন গাছে ধরবে।
  • বিশেষ বিশেষ সময় নানান উপলক্ষ্যে সবার আগে নানান ছবি, এনিমেশন, সংগীত সম্বলিত বিশাল টাইপের অখাদ্য টিউন করার যোগ্যতা থাকতে হবে।
  • আর যদি মডারেটর উদার মনের হয়, তাহলে পোস্টের পরে '[১৮+]' এড করার মতন বড় ঔষধ আর নেই । :P তবে টিটিতে এই কাজ ভুলেও করবেন না, আইডি ব্যান খেতে পারে। তবে অন্য যায়গায়... যেমন somewhere... এ ট্রাই করে দেখুন, বিফলে মূল্য ফেরত । :D

এইবার আসেন দেখি কিভাবে সত্যিকারের ভালো কমেন্টার হবেনঃ
  • 'বস' ছাড়া কমেন্ট শুরু না করা।
  • উত্তমরূপে তৈল মর্দনের যোগ্যতা থাকা আবশ্যক।
  • কমেন্ট হবে দীর্ঘ, থাকবে হাজার হাজার গোলাপের শুভেচ্ছা, আর অবশ্যই লেখকের পূর্বে প্রকাশিত কোন লেখার স্তুতি। এতে করে লেখক ভাববেন, "আহারে! বেচারা আমার কত ভক্ত! আমারে কত মনে রাখে!" আর মোমের মতন গলে যাবেন।
  • কমেন্ট হবে সামাজিক প্রেক্ষাপটে লেখকের এই পোস্টটি কতইনা গুরুত্বপূর্ন ছিল, তার বারংবার উল্ল্যেখ ও "এরকম পোস্ট আরো চাই" নামক স্তুতিবাক্যে ভরপুর।
  • কিছু কমেন্টে লেখক পুরাই আবেগপ্রবন হয়ে যান যেমনঃ
  1. অসাধারন পোস্ট! simply অসাধারন! :P
  2. অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
  3. ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
  4. আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ??? !!! :D
  5. আমার দেখা ব্লগের সেরা পোস্ট! :P
  6. বস ! একদম ফাটায়া দিলেন !
  7. আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
  8. Josssssssss!!!
  9. Thanks boss ! U are great!!!
  10. এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !
  • কমেন্টে কেউ যদি লেখকের লেখাকে "ফালতু পোস্ট" বলে, তারে আচ্ছা মতন ধোলাই দিবেন। সর্বদা লেখকের পক্ষ নিবেন। মনে রাখবেন তৈলের উপরে কিছু নাই।

এই পয়েন্টগুলো মেনে চলুন ! অচিরেই আপনি একজন সফল টিউনার (:P) বা সফল পাঠক (:D) হিসেবে হিসেবে নিজেকে আবিষ্কার করবেন ।

হ্যাপি ব্লগিং !!!


0 comments:

Post a Comment

কমেন্ট করুন আর নতুন নতুন পোস্ট দিতে আমাকে উৎসাহিত করুন

 

©Copyright 2012 দিহান | TNB