টনসিলের প্রদাহ : কারন, লক্ষন, প্রতিকার

Wednesday, May 9, 2012 0 comments
আমাদের গলা ও শ্বাস নালীর বিভিন্ন স্থানে কিছু কিছু লিম্ফয়েড টিস্যু আছে। এদের টনসিল বলে। ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমনে যদি এসব টনসিল ফুলে যায় তাহলে একে টনসিলাইটিস বা সোজা ভাষায় টনসিলের সমস্যা বা টনসিলের প্রদাহ বলে।  গলার দু পাশে টনসিলের প্রদাহ সাধারনত ১০ বছরের নিচে বাচ্চাদের বেশি হয়। 


লক্ষনঃ 
  • গিলতে অসুবিধা, ফলে বাচ্চারা খেতে চায় না
  • কানে ব্যাথা
  • জ্বর, জ্বরে কাঁপুনি
  • মাথাব্যাথা
  • গলার লিম্ফ গ্রন্থি বড় হয়ে গলা ফোলা মনে হয়
  • টনসিল দেখতে লাল হয়ে যায় ও এর উপর সাদা সাদা বা হলুদ দাগ দেখা যায়
  • গলায় ও মাড়িতে ব্যাথা হয়

জটিলতাঃ 
  • টনসিল ফুলে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়া
  • গিলতে অসুবিধা হওয়ায় পানি না খেয়ে ডিহাইড্রেশন
  • বাতজ্বর এমনকি রিউমেটিক হার্ট ডিজিজ
  • গলার অন্যান্য স্থানে পেরিটনসিলার এবসিস


কি করলে ভাল লাগবে? 
  • ঠান্ডা তরল পান করা করা আইসক্রিম চুষে খাওয়া
  • উষ্ণ গরম পানি খাওয়া
  • কুসুম গরম পানি দিয়ে বার বার গড়গড়া করা
  • বেনজোকাইন জাতীয় লজেন্স চুষে খাওয়া

কখন বুঝবেন ডাক্তারের কাছে যেতে হবে?
  • যখন দেখবেন মুখ দিয়ে লালা নিঃসরন হচ্ছে
  • জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি
  • ফলার পেছন দিকে পুঁজ দেখা যাচ্ছে
  • গিলতে অসুবিধা হচ্ছে
  • গলায় ফুলে ওঠা লিম্ফ গ্রন্থিতে অনেক ব্যাথা করছে

কখন সার্জারি লাগবে?
বছরে বার বার (৫ বারের) যদি প্রদাহ হতেই থাকে, তাহলে টনসিলেক্টমি করতে হবে। এই অপারেশনে সার্জন আপনার টনসিল অপারেশন করে ফেলে দেবেন।

ডিসক্লেইমারঃ
লেখার উদ্দেশ্য চিকিৎসা নয়, জ্ঞানার্জন। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া চিকিৎসা আইনত দন্ডনীয়।

0 comments:

Post a Comment

কমেন্ট করুন আর নতুন নতুন পোস্ট দিতে আমাকে উৎসাহিত করুন

 

©Copyright 2012 দিহান | TNB