বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি ও মূল্য [সামগ্রিক ও মহাদেশভিত্তিক পরিসংখ্যান]

Tuesday, May 17, 2011 0 comments
আমাদের দেশ বিশ্বের সবচেয়ে কম গতির ইন্টারনেট ব্যবহারকারি দেশগুলোর মধ্যে অন্যতম। ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা কর্তৃপক্ষের অবহেলা ও অনিচ্ছার কারনে উচ্চমূল্য ও স্বল্পগতির ইন্টারনেট ব্যবহারে বাধ্য হই। একটা কথা আমরা প্রায়ই বলে থাকি পৃথিবীর অন্যান্য দেশে ব্রডব্যান্ড স্পিড এত কম না এবং এর চেয়ে সস্তা। এটি কতটুকু সত্যি? আসুন দেখে নেইঃ

ব্রডব্যান্ডঃ
প্রথমেই বলে রাখা ভাল ব্রডব্যান্ড ইন্টারনেট বলতে কি বোঝায়।
ব্রডব্যান্ড বলতে ন্যুনতম 256 কিলোবিট/সেকেন্ড গতির ইন্টারনেটকে বোঝায়। সূত্রঃ Here

ITIF এর রিপোর্টে দেখা যায় উচ্চগতির ব্রডব্যান্ড প্রাপ্তিতে সবচাইতে এগিয়ে আছে জাপান।


দেখা যাক সবগুলো দেশের রিপোর্ট-

Country Highest Speed(mbps)Price Per megabit(US Doller)
মন্তব্য
1. Japan610.27খুবই উচ্চগতির ও সস্তা
2. Korea*46.45উচ্চগতিরো সস্তা
3. Finland222.77উচ্চগতির
4. Sweden18.63উচ্চগতির ও সস্তা
5. France181.64উচ্চগতির ও রিজনেবল
6. Netherlands94.31উচ্চগতির ও দামী
7. Portugal810.99উচ্চগতির কিন্তু খরুচে
8. Canada7.66.50উচ্চগতির কিন্তু দামী
9. Poland7.513উচ্চগতির ও খরুচে
*15. USA 4.83.33মধ্যম গতির কিন্তু রিজনেবল
> Month- February,2011 >

*এখানে উল্লেখ্য যে কোরিয়ায় ইন্টারনেট ব্যবহারের হার সবচাইতে বেশি ও তা প্রায় ০.৯০/প্রতি বাসা।

এখন চলুন দেখি akamai এর সমীক্ষায় বিভিন্ন মহাদেশের প্রথম Topper দেরঃ

এশিয়াঃ

দেশ এভারেজ স্পিড kbps
ম্যাক্সিমাম স্পিড kbps
Japan786325790
South Korea1202132708
Hong Kong 901029570



ইউরোপঃ

<
দেশ এভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
Sweden 618119209
Portugal398316014
Belgium476816509

মিডল ইস্টঃ


দেশ এভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
Israel298810922
Saudi Arabia21897213
Syria 30345911


লাতিন আমেরিকা:

দেশ এভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
Chile22028896
Colombia15306248
Argentina 14266196


উত্তর আমেরিকাঃ

দেশ এভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
USA468416207
Canada479614590





সম্প্রতি জানা গিয়েছে বাংলাদেশ সরকার ব্যান্ডউইডথ রফতানি করছে। এটি সম্পূর্ণ ভুল একটি সিদ্ধান্ত বলে আইটিসি সেক্টরের বিশেষজ্ঞরা মনে করেন। যে দেশে ইন্টারনেটের গড় স্পিড মাত্র ১০-৩০কিলোবাইট/সেকেন্ড, ব্যান্ডউইডথের দাম  আকাশছোঁয়া, সরাসরি স্ট্রিমিং করে কোন উচ্চমান সম্পন্ন ভিডিও দেখা যায় না, সাধারন লাইনে কোন ভিডিও কনফারেন্স করা এমনকি VOIP কল করা কঠিন হয়ে দাড়ায়, আর SSC/HSC-র ফলাফল বের হবার দিনে রাষ্ট্রীয় শিক্ষাবোর্ডের সাইটে জনগন ফলাফল দেখতে ঢুকতে পারে না ব্যান্ডউইডথ -এর অভাবে, সে দেশ কি করে ব্যান্ডউইডথ রফতানির সিদ্ধান্ত নিতে পারে তা এখন আপনারাই ভেবে দেখুন।



Technorati Tags: , ,

0 comments:

Post a Comment

কমেন্ট করুন আর নতুন নতুন পোস্ট দিতে আমাকে উৎসাহিত করুন

 

©Copyright 2012 দিহান | TNB