কি কি লাগবে?
আপনার প্রিয় এনড্রয়েড মোবাইল। আমি এখানে আমার Sony Ericsson Live with Walkman (এন্ড্রয়েড ২.৩.৪ জিঞ্জারব্রেড, এডিটেড স্টক রম) ব্যবহার করছি।
আপনার পছন্দের হাই-কোয়ালিটি অরিজিনাল হেডসেট। আমি এখানে নোকিয়া BH-503 ব্লুটুথ হেডসেট এবং আমার সনি এরিকসন MH-410 হেডফোন ব্যবহার করছি। এ দুটোর মধ্যে আমি নোকিয়া BH-503 কে-ই বেশি পছন্দ করছি।
- মোবাইল থেকে Google Play shop অথবা পিসি থেকে এই মিডিয়াফায়ার লিঙ্ক থেকে ডাউনলোড করুন Equalizer। এরপর এটি মোবাইলে ট্রান্সফার করে ইন্সটল করুন।
[এখন আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করতে চান করতে পারেন, কিন্তু যদি প্রো-ভার্সন ব্যবহার করতে চান মাগনা তাহলে এখান থেকে মিডিয়াফায়ার লিঙ্কে Equalizer Key নামক অ্যাপটিও ডাউনলোড করে ইন্সটল করুন মোবাইলে (password: techspate.com)। ইন্সটলের সাথে সাথে উপরের ফ্রি ভার্সন প্রিমিয়াম হয়ে যাবে।]
- এবার আপনার মোবাইলের ডিফল্ট মিউজিক প্লেয়ারের কোন বিল্ট-ইন Equalizer থাকলে সেটা নরমাল/ফ্ল্যাট অপশনে দিন।
- আপনার প্রিয় হেডফোন কানেক্ট করুন
- এবার Equalizer সফটওয়্যারটি ওপেন করুন।
- চিত্রে দেখানো মত ডান কোনার পাওয়ার বাটনে ক্লিক করে উপরের দুটো অপশন (Equalizer এবং Bass booster) টিক চিহ্ন দিন।
- এবার এই পেইজে এসে চিত্রে দেখানো মত করে Equalizer সেট করে নিন।
- পরের ট্যাবে চিত্রে দেখানো মত করে Bass কে 100% দিন।
এবার আপনার মিউজিক প্লেয়ারে যান, আর দেখুন BASS কারে বলে! :D
0 comments:
Post a Comment
কমেন্ট করুন আর নতুন নতুন পোস্ট দিতে আমাকে উৎসাহিত করুন