গুগল প্লাসের ফিচার নকল করার অন্যতম ধাপ হিসেবে ফেসবুক নকল করল নটিফিকেশন থেকেই সংশ্লিষ্ট পোস্ট আনসাবস্ক্রাইব করার ফিচার। ফলে আপনি এখন সংশ্লিষ্ট পোস্টে না প্রবেশ করেই তার নটিফিকেশন অফ করে দিতে পারবেন।
আসুন দেখা যাক কিভাবে পোস্টে না ঢুকেই অফ করা যায় নটিফিকেশন
- প্রথমে আপনার ফেসবুকে লগিন করুন
- নটিফিকেশন আইকনে ক্লিক করুন
- যে সংক্রান্ত নটিফিকেশনকে চুপ করিয়ে দিতে চান তার ডান পাশে মাউস এনে রাখলে দেখবেন একটি ক্রস চিহ্ন এসেছে
- ক্রসে ক্লিক করুন
- Unfollow তে ক্লিক করুন
এখন থেকে এই সংক্রান্ত বিরক্তিকর নটিফিকেশনে আপনার আর ব্যতিব্যস্ত হতে হবে না।
0 comments:
Post a Comment
কমেন্ট করুন আর নতুন নতুন পোস্ট দিতে আমাকে উৎসাহিত করুন