ফটো নিয়ে মজা করার একটি দুর্দান্ত সাইট

Friday, August 20, 2010 0 comments

আসসালামু আলাইকুম।


আমরা মাঝে মাঝে দেখি ফেইসবুক এ অনেকের প্রোফাইল ফটোগুলো অনেক চিত্তাকর্ষক হয়। যেমন প্যারিস হিল্টন আপনার বন্ধুর ছবি আঁকা টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন, কিংবা আপনার বন্ধু প্রিন্স অফ পার্সিয়া হয়ে গেছেন কিংবা রাস্তার পাশের বিজ্ঞাপন বোর্ড-এ আপনার বন্ধুর ছবি যেখানে তিনি ন্যাসক্যাফের মডেল হয়েছেন ইত্যাদি আরো কত কিছু। এগুলা কিভাবে করে?
• প্রথমত করা যায় ফটো এডিটিং সফটওয়্যার গুলো যেমন: ফটোশপ, গিম্প ইত্যাদি দিয়ে।
কিন্তু যারা ফটোশপ জানেন না?
• তারা করতে পারেন এই সাইটটি দিয়ে।সাইটটির বৈশিষ্ট্য :সাইটটি এমন ভাবে বানানো হয়েছে যারা ফটোশপ কিংবা গিম্পের কিছুই জানেন না তারাও তাদের ফটোতে বিভিন্ন এফেক্টের মজা নিতে পারবেন কোনো রকম টেকনিক্যাল নলেজ ছাড়াই। শুধুমাত্র আপনার মুখ কে ফোকাস করা একটা ভাল মানের ছবি ব্রাউজ করে পিসির হার্ডডিস্ক থেকে দেখিয়ে দিনা আর মুহূর্তের মধ্যেই উপভোগ করুন আপনার অসাধারন ইফেক্টবহুল ছবি।

কিভাবে ছবিতে ইফেক্ট দেবেন:• প্রথমে www.photo505.com এ যান।
• পরে প্রদর্শিত ইফেক্টগুলো থেকে যে কোনো একটি সিলেক্ট করুন।
• এখন ব্রাউজ করে আপনার ছবিটি দেখিয়ে দিন।
• কিছুক্ষনের মধ্যেই আপনার ছবিটি তৈরী হয়ে যাবে।

0 comments:

Post a Comment

কমেন্ট করুন আর নতুন নতুন পোস্ট দিতে আমাকে উৎসাহিত করুন

 

©Copyright 2012 দিহান | TNB