কিভাবে উবুন্টু/মিন্ট ও উইন্ডোজ ব্যবহারের সময় ডুয়াল বুট থেকে ডিফল্ট ভাবে কোন অপারেটিং সিস্টেম চালু হবে তা নির্ধারন করে দেয়া যায়?

Thursday, September 23, 2010 0 comments
কিভাবে উবুন্টু/মিন্ট ও উইন্ডোজ ব্যবহারের সময় ডুয়াল বুট থেকে ডিফল্ট ভাবে কোন অপারেটিং সিস্টেম চালু হবে তা নির্ধারন করে দেয়া যায়|| How to select which operating system to be loaded by default while booting from dual boot system:

----------------------------------------------------------------------------------------------------------------------------------
১. প্রথমে মেনু বার থেকে system>administration>synaptic package manager এ যান। এর পরে ctrl+R চাপুন। এতে প্যাকেজ লিস্ট গুলো নতুন যেসব সফটোয়্যার বের হয়েছে আর ডাউনলোডের জন্য তৈরি, তার লিস্ট আপডেট হবে।
২. আপডেট শেষ এর পরে সার্চ অপশনে লিখুন startupmanager । দেখবেন লিস্টে startupmanager এসেছে। যদি ইতিমধ্যেই ইন্সটল করা থেকে থাকে তবে এটার সামনে চেক বক্স সবুজ দেখাবে। আর না করা থাকলে চেক বক্স সাদা দেখাবে। নামের উপরে ডাবল ক্লিক করুন, এবার ডায়ালগ বক্স থেকে ok চাপুন। এর পর apply চাপুন।
৩. ডাউনলোড হয়ে গেলে menu>system>administration>start up manager ওপেন করুন। দেখানো লিস্ট থেকে আপনার পছন্দনীয় অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করুন। ok দিয়ে বেরিয়ে আসুন।
৪. এবার থেকে কম্পিউটার স্টার্টের সময় দেখবেন আপনার ঠিক করে দেওয়া অপারেটিং সিস্টেমটি তে আগে থেকেই কার্সর বসে আছে। ফলে আপনাকে বার বার কি বোর্ড দিয়ে উপরে নিচে করে উইন্ডোজ বা লিনাক্স সিলেক্ট করতে হবে না।

0 comments:

Post a Comment

কমেন্ট করুন আর নতুন নতুন পোস্ট দিতে আমাকে উৎসাহিত করুন

 

©Copyright 2012 দিহান | TNB