আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আবার বিরক্ত করতে এসে পড়লাম আপনাদের |
আমরা সাধারনত বাংলায় লিখি অভ্র দিয়ে আর অনেকে বিজয়ে | অন্যান্য লে-আউট ব্যবহার করিনা বললেই চলে| আজকে একটা পুরোনো উপায়ে বাংলা লেখাত নতুন রিলিজ হওয়া সফটওয়্যার নিয়ে লিখছি। তা হল গুগল বাংলা ট্রান্সলিটারেশন।
এর আগে বলে নেই:
* এখন অনেকে অভ্রের ওই সহজ ফোনেটিক লে-আউটেও লিখতে অসুবিধায় পড়েন | কারণ হলো shift এর ব্যবহার. যেমন আমাকে 'তোমার' লিখতে হ'লে লিখতে হবে 'tOmar' | লক্ষ্য করুন এখানে 'tomar' লিখলে তোমার আসবে না বরং তমার আসবে যা খুবই বিরক্তিকর মনে হতে পারে নতুনদের| ফলে সঠিক শব্দটি পেতে হলে আপনাকে টিপতে হবে 't+o+m+a+r'
* আবার মনে করুন আমরা কোনো আন-অফিসিয়াল কোনো বাংলা- যেমন আপনি না বলে আপনে বললেন তখন কি হয়? অভ্র আমাদের দেখায় আপ্নে| এটা কি আসল বানান? অবশ্যই না|
* এখন আরো দেখি আপনি লিখতে চান 'মনচায়' কিন্তু moncay লিখলে অভ্র দেখায় মঞ্চায়| যা ব্যবহার করে আলতু ফালতু ব্লগাররা ভুল বাংলার ফুলঝুরি ছোটায় কিছু কিছু আজে বাজে ব্লগে|
* অনেকে j দিয়ে য লিখে অভ্যস্ত বলে z দিয়ে যে অভ্রে য লিখতে হয় সেটাও জানেন না | জানতেও চান না|
অভ্র এরকম অনেক কিছু আপাত দৃষ্টিতে ভুল দেখায় যা সমাধান করা যায় গুগল বাংলা ইনপুটের মাধ্যমে| বাংলা লেখা যে কত সোজা হতে পারে এই গুগল বাংলা ইনপুট ব্যবহার করলেই বোঝা যাবে|
* এটি অটোমেটিক আপনার বানান কে শুদ্ধ ত করেই পাশাপাশি আপনাকে কয়েকটি সাজেশন দেখিয়ে দেবে ফলে বানান অর্র্ধেক লিখেই আপনি হয়ত পুরো একটি শব্দ শেষ করতে পারবেন|
দেখুন সহজেই আপনি দরকারি শব্দ পুরো টাইপ না করেই তা পেয়ে যাচ্ছেন
* সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটি আপনার করে দেয়া ওয়ার্ড চয়েজ মনে রাখে। ধরে নেই আপনি লিখতে চান কড়চা| ভুল করে আপনাকে প্রথমে দেখালো করচা| এখন যদি আপনি TAB Button চেপে কড়চা সিলেক্ট করে দেন,তাহলে পরের বার কিন্তু আর প্রথমে করচা দেখাবে না বরং কড়চা দেখাবে| মনে হয় যেনো একান্ত বাধ্যগত কোনো ছাত্র যে তার শিক্ষকের সব কথা মনে রাখে|
প্রথমে ভুল বানান দেখাচ্ছে
ট্যাব বা ডাউন এরো চেপে সঠিক বানানে নিয়ে গেলেন
দেখুন এবার প্রথমেই সঠিক বানানটি দেখাচ্ছে
এখান থেকে সফটওয়ারটির ইনস্টলার ফাইলটা ডাউনলোড করে নিন ডাউনলোড করে নিন আর ইনস্টলের পরে রান করুন| মাত্র ১/২ মেগাবাইট ডাউনলোড হবে হয়ে গেলে আপনার উইন্ডোজ পিসির টাস্কবারে দেখবেন ল্যাঙ্গুয়েজ বাটন এসেছে| এখন left alt + shift চাপলেই বাংলা, আবার চাপলে ইংলিশ কি বোর্ড পাওয়া যাবে| এই কি-প্রেস নিজের মোট করে কাস্টমাইজও করে নেয়া যাবে|
দরকারি হলেও bengali-INDIA কথাটা আমার ভাললাগে নি
* বলে রাখা ভাল এটা দিয়ে আপনি ইন্টারনেট না থাকলেও নোটপ্যাড বা MS word এ বাংলা লিখতে পারবেন আর ওয়েবে তো বটেই| তবে ইন্সটলের সময় ইন্টারনেট থাকবে।আর যারা টেটি তে আস্তে পারেন তাদের তো আশা করি নেট আছেই।
পরিশেষে বলি অভ্র আমাদের বাংলা লেখার জগতে একটা বিপ্লব নিয়ে এসেছে| এই লেখার উদ্দেশ্য অভ্র কে বাদ দিতে উৎসাহ দেয়া নয় বরং যারা একদমই কাচা তাদেরকে সহজে বাংলায় লেখার প্রতি আগ্রহী করে তোলা|
আর গুগলের আজ পর্যন্ত যত মজার মজার লোগো বের হয়েছে দেখতে ব্রাউজ করুন এখানে।
ভালো থাকুন|
আসল পোস্টটি আছে এখানে
http://techtunes.com.bd/bangla-computing/tune-id/33894/
কেমন আছেন সবাই? আবার বিরক্ত করতে এসে পড়লাম আপনাদের |
আমরা সাধারনত বাংলায় লিখি অভ্র দিয়ে আর অনেকে বিজয়ে | অন্যান্য লে-আউট ব্যবহার করিনা বললেই চলে| আজকে একটা পুরোনো উপায়ে বাংলা লেখাত নতুন রিলিজ হওয়া সফটওয়্যার নিয়ে লিখছি। তা হল গুগল বাংলা ট্রান্সলিটারেশন।
এর আগে বলে নেই:
* এখন অনেকে অভ্রের ওই সহজ ফোনেটিক লে-আউটেও লিখতে অসুবিধায় পড়েন | কারণ হলো shift এর ব্যবহার. যেমন আমাকে 'তোমার' লিখতে হ'লে লিখতে হবে 'tOmar' | লক্ষ্য করুন এখানে 'tomar' লিখলে তোমার আসবে না বরং তমার আসবে যা খুবই বিরক্তিকর মনে হতে পারে নতুনদের| ফলে সঠিক শব্দটি পেতে হলে আপনাকে টিপতে হবে 't+
* আবার মনে করুন আমরা কোনো আন-অফিসিয়াল কোনো বাংলা- যেমন আপনি না বলে আপনে বললেন তখন কি হয়? অভ্র আমাদের দেখায় আপ্নে| এটা কি আসল বানান? অবশ্যই না|
* এখন আরো দেখি আপনি লিখতে চান 'মনচায়' কিন্তু moncay লিখলে অভ্র দেখায় মঞ্চায়| যা ব্যবহার করে আলতু ফালতু ব্লগাররা ভুল বাংলার ফুলঝুরি ছোটায় কিছু কিছু আজে বাজে ব্লগে|
* অনেকে j দিয়ে য লিখে অভ্যস্ত বলে z দিয়ে যে অভ্রে য লিখতে হয় সেটাও জানেন না | জানতেও চান না|
অভ্র এরকম অনেক কিছু আপাত দৃষ্টিতে ভুল দেখায় যা সমাধান করা যায় গুগল বাংলা ইনপুটের মাধ্যমে| বাংলা লেখা যে কত সোজা হতে পারে এই গুগল বাংলা ইনপুট ব্যবহার করলেই বোঝা যাবে|
* এটি অটোমেটিক আপনার বানান কে শুদ্ধ ত করেই পাশাপাশি আপনাকে কয়েকটি সাজেশন দেখিয়ে দেবে ফলে বানান অর্র্ধেক লিখেই আপনি হয়ত পুরো একটি শব্দ শেষ করতে পারবেন|
দেখুন সহজেই আপনি দরকারি শব্দ পুরো টাইপ না করেই তা পেয়ে যাচ্ছেন
* সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটি আপনার করে দেয়া ওয়ার্ড চয়েজ মনে রাখে। ধরে নেই আপনি লিখতে চান কড়চা| ভুল করে আপনাকে প্রথমে দেখালো করচা| এখন যদি আপনি TAB Button চেপে কড়চা সিলেক্ট করে দেন,তাহলে পরের বার কিন্তু আর প্রথমে করচা দেখাবে না বরং কড়চা দেখাবে| মনে হয় যেনো একান্ত বাধ্যগত কোনো ছাত্র যে তার শিক্ষকের সব কথা মনে রাখে|
প্রথমে ভুল বানান দেখাচ্ছে
ট্যাব বা ডাউন এরো চেপে সঠিক বানানে নিয়ে গেলেন
দেখুন এবার প্রথমেই সঠিক বানানটি দেখাচ্ছে
এখান থেকে সফটওয়ারটির ইনস্টলার ফাইলটা ডাউনলোড করে নিন ডাউনলোড করে নিন আর ইনস্টলের পরে রান করুন| মাত্র ১/২ মেগাবাইট ডাউনলোড হবে হয়ে গেলে আপনার উইন্ডোজ পিসির টাস্কবারে দেখবেন ল্যাঙ্গুয়েজ বাটন এসেছে| এখন left alt + shift চাপলেই বাংলা, আবার চাপলে ইংলিশ কি বোর্ড পাওয়া যাবে| এই কি-প্রেস নিজের মোট করে কাস্টমাইজও করে নেয়া যাবে|
দরকারি হলেও bengali-INDIA কথাটা আমার ভাললাগে নি
* বলে রাখা ভাল এটা দিয়ে আপনি ইন্টারনেট না থাকলেও নোটপ্যাড বা MS word এ বাংলা লিখতে পারবেন আর ওয়েবে তো বটেই| তবে ইন্সটলের সময় ইন্টারনেট থাকবে।আর যারা টেটি তে আস্তে পারেন তাদের তো আশা করি নেট আছেই।
পরিশেষে বলি অভ্র আমাদের বাংলা লেখার জগতে একটা বিপ্লব নিয়ে এসেছে| এই লেখার উদ্দেশ্য অভ্র কে বাদ দিতে উৎসাহ দেয়া নয় বরং যারা একদমই কাচা তাদেরকে সহজে বাংলায় লেখার প্রতি আগ্রহী করে তোলা|
আর গুগলের আজ পর্যন্ত যত মজার মজার লোগো বের হয়েছে দেখতে ব্রাউজ করুন এখানে।
ভালো থাকুন|
আসল পোস্টটি আছে এখানে
http://techtunes.com.bd/bangla-computing/tune-id/33894/
1 comments:
দিহান ভাই ভালইতো লিখছেন, কিন্তু লিখা এত ছোট কেন পড়তে অনেক কষ্ট হয়।
Dihan vy valoy to likhsen but likha eto soto kano. Read korte problem hoy..
Post a Comment
কমেন্ট করুন আর নতুন নতুন পোস্ট দিতে আমাকে উৎসাহিত করুন