ফেসবুকে গুগল প্লাস এর বিজ্ঞাপন নিষিদ্ধ। ফেসবুক কর্তৃপক্ষের কাছে ব্যাপারটা এমনি। ওয়েব ডেভেলপার মাইকেল লি জনসন ফেসবুক এর এই মনোভাবের প্রকাশ দেখতে পেয়েছেন সম্প্রতি।
মাইকেল সম্প্রতি একটি ফেসবুক বিজ্ঞাপন দেন যেখানে তিনি গুগল প্লাসে তাকে সার্কেলে এড করার জন্য তার বন্ধুদের অনুরোধ করে একটি বিজ্ঞাপন দেন। কিন্তু দেখা গেল, ফেসবুক তাকে ওদের সাইট ছাড়া অন্য কোথাও তার সোস্যাল নেটওয়ার্ক বিস্তৃত করতে দেয়ায় বেশ একটা আগ্রহী নয়।
এর মাধ্যমে প্রমাণিত হল ফেসবুক গুগল প্লাসকে তার শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছে। এবং সেই লক্ষ্যে খুব বেশি দেরি হয়ে যাবার আগেই পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে ইন্টারনেটের দুনিয়ায় ফেসবুক যে জোয়ার এনেছে তা অস্বীকারের উপায় নেই। আমাদের দেশে অনেকেই একমাত্র ফেসবুক ব্যবহারের জন্যেই ভাল মোবাইল/ নেট বুক এবং ইন্টারনেট কানেকশন নিয়েছে।
যাই হোক মাইকেল গুগল প্লাসে লিখেছেনঃ
I recently ran a Google+ advertisement on Facebook that got all of my campaigns suspended. – Great.
ফেসবুক ভালই শুরু করল। তবে টেকক্রাঞ্চের মত আমারো একই জিজ্ঞাসা, গুগল প্লাসের বন্ধুর জন্যে এখন আমরা কোথায় যাব?
0 comments:
Post a Comment
কমেন্ট করুন আর নতুন নতুন পোস্ট দিতে আমাকে উৎসাহিত করুন