কাল সকালেই গুগল মটোরোলাকে কিনে নেবার প্রস্তাব করে এবং মাত্র ১ ঘন্টার মধ্যে তারা মটোরোলার নতুন মালিকানা ঘোষনা করে।
গুগল মটোরোলাকে ব্যবহার করে নিজেরাই সেলফোন তৈরি করবে, সেক্ষেত্রে এন্ড্রয়ে কি আগের মত সবার ব্যবহারের জন্য ওপেন থাকবে? হ্যা, গুগলের ঘোষনা মতে, এন্ড্রয়েড আগের মতই ওপেন থাকবে।
গুগল জানায়, "The acquisition of Motorola Mobility, a dedicated Android partner, will enable Google to supercharge the Android ecosystem and will enhance competition in mobile computing. Motorola Mobility will remain a licensee of Android and Android will remain open. Google will run Motorola Mobility as a separate business."
গুগলের সি.ই.ও ল্যারি পেইজ গুগল ব্লগে আরো বলেন,
মটোরোলার ৮০ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবনী জাদু ও মেধায় যোগাযোগ প্রযুক্তিতে এসেছে বিপ্লব, যা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এছাড়াও মাইক্রোসফট ও অ্যাপল যেভাবে উপুর্যুপুরি এন্ড্রয়েডের পেটেন্টের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে, সেখানে মটোরোলাকে কিনে নেয়া আমাদের একটি সুবিধাজনক অবস্থানে পৌছে দেবে।
সব কিছু বিবেচনা করে আশা করা যাচ্ছে গুগলের এ যুগান্তকারী পদক্ষেপে টেলিকমিউনিকেশন্স সেক্টরে বড় একটি বিপ্লব ঘটতে যাচ্ছে।
0 comments:
Post a Comment
কমেন্ট করুন আর নতুন নতুন পোস্ট দিতে আমাকে উৎসাহিত করুন